মো. মহিউদ্দিন, কর্ণফুলী :
কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের ফাজিল খাঁর হাট এলাকায় সড়কের উপর বসেছে পশুর হাট। দেখা গেছে সড়কের দুইপাশে গরু, ছাগল, মহিষ বেঁধে রেখে চলছে বেচাকেনা।
পশুর হাট ইজারার শর্তে মহাসড়কের পাশে কিংবা মহাসড়কে পশুর হাট না বসার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ থাকলেও সেই শর্ত ভঙ্গ করে বসানো হয়েছে হাট। এতে ভোগান্তি পড়েছেন পিএবিসড়কে যাত্রীবাহী পরিবহন ও মালবাহী পরিবহন।
এতে সড়কটিতে তৈরি হচ্ছে যানজট। স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধভাবে হাট বসার কারণে সড়কে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
হাটে পশু কিনতে আসা কামাল হোসেন নামে এক ক্রেতা বলেন, মহাসড়কের উপর এভাবে হাট বসানো ঠিক হয়নি। এভাবে পশুর হাট বসানোর ফলে ভোগান্তি বেড়েছে মানুষের।
হাটে আগত ক্রেতা নুরু উদ্দিন বলেন, আমাদের বিবেকের দুর্ভিক্ষ চলছে। না হলে মানুষ কেন জীবন ঝুঁকি নিয়ে মহাসড়কের পাশে হাঁট বসাবে!
আরেক ক্রেতা জামাল আহমেদ বলেন, ঈদের মৌসুম, শহর-বন্দর থেকে মানুষ বাড়ি ফিরছে। এমন সময়ে মহাসড়কের উপর পশুর হাট। মানুষের ভোগান্তি দেখার কেউ নেই!
এ বিষয়ে ওই বাজারের ইজারাদার মো. আজাদ বলেন, আমরা প্রশাসনের থেকে অনুমতি নিয়ে বাজার বসাচ্ছি আপনাদের জন্য বিরানীর ব্যবস্তা করেছি বাজারে এসে বিরানী খেয়ে যাবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ চৌধুরী বলেন, রাস্তার উপর হাট বসার কোনো সুযোগ নেই। যদিও বসে থাকে আমরা আইনগত ব্যবস্থা নিব।