আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

এড সরোয়ার হোসাইন লাভলুকে সংবর্ধিত করল বিএনপি

এম এ ইলাহী আরাফাত: | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ০৯:১৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সিম্পোজিয়াম ও সেমিনার বিষয়ক সম্পাদক এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিগত ১৬ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার হিসেবে নিযুক্ত হওয়ায় সীতাকুন্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক কর্মীসভা ও সংবর্ধনা আয়োজন করা হয়।  গত ১৬ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখ রোজ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তিক চট্টগ্রাম আদালতে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। চট্টগ্রামের  আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে প্রায় দুই মাসের অধিক কাল সময়ের আদালতের মামলা জট সহ অচল অবস্থার অবসান হয়।  চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং এই দুই আদালতের অধীন বিভিন্ন পর্যায়ের আদালত ও ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষে আইনি লড়াই করবেন এসব আইনজীবী। পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তারা। একইসঙ্গে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, এ নিয়োগের মধ্যদিয়ে তাদের নিয়োগও বাতিল করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখার উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুন্ড পৌরসভা বিএনপি'র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মোঃ জাকির হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপি সদস্য সচিব সালেহ আহমদ ছলু, সীতাকুণ্ড সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপি'র সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর,  সীতাকুণ্ড পৌরসভা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহের উদ্দিন আশরাফ, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল গনি, মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম , মোঃ আলী, মোঃ খোরশেদ আলম প্রমুখ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্য অতিরিক্ত জেলা পিপি এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, শ্রমিক দল , কৃষক দল , মৎস্যজীবীদল ও স্বেচ্ছাসেবক দলের সীতাকুন্ড পৌরসভা ও ৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসন আমলে নির্যাতন নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীদের জন্য কাজ করেছেন বলেই তিনি সম্মানিত হয়েছেন। তিনি বলেন আমি এমনও দেখেছি বিএনপি র নেতাকর্মীরা ২-৩ দিন না খেয়ে বনে জঙ্গলে ঘুমিয়ে অবস্থায় আদালতে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আমি বিনা পয়সায় হাজিরা দিয়েছি আবার আসার সময় তাদেরকে আত্মিকভাবে সহযোগিতা ও করেছি এবং ভবিষ্যতেও বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে থাকার আশ্বাস প্রদান করেন। 

 

আইন পেশা ও সমাজ সেবায় বঙ্গবীর এম এ জি ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল গ্লোবাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কর্তৃক চট্টগ্রামের শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রাপ্ত এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম বন্দর নগরীর প্রবেশদ্বার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড আমিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।‌ ছাত্রজীবন থেকে নানা সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে সরোয়ার লাভলুর বেড়ে ওঠা। সামাজিক দায়বদ্ধতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। লক্ষ্য অর্জনে এগিয়েও গেছেন বহুদুর।

 

তিনি  ৬ এপ্রিল ২০১৩ থেকে চট্টগ্রাম আদালতে,১ জানুয়ারী ২০১৭ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত আছেন। গরীব, অসহায় ও নিযার্তিতদের পক্ষে বিনা পারিশ্রমিকে লড়েছেন অসংখ্যবার। তিনি ২০২১ সালে বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে মনোনীত হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেন ২০২৩ সালের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একই প্যানেল হতে মনোনীত হয়ে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেন। তিনি  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৭ সালে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২০ সাল থেকে সিম্পোজিয়াম ও সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন অনুসদের সাবেক ছাত্রদের জনপ্রিয় সংগঠন আইআইইউসি ল অ্যালামনাই এসোসিয়েশন এর ২০১৬-১৮ পর্যন্ত কার্যনির্বাহী সদস্য এবং ২০২১-২৩ সাল থেকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

 

সাংবাদিকতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সহ বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

 

 

সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠায় সত্য ও সুন্দরের দ্যুতি ছড়িয়ে দিতে তিনি প্রকাশ করেছেন আদালত পাড়ার জনপ্রিয় আইন বিষয়ক পত্রিকা দৈনিক আইনআদালত প্রতিদিন ও দৈনিক ঊনসত্তর। একই সাথে তিনি জাতীয় দৈনিক বায়ান্নর বিশেষ প্রতিনিধি (নির্বাহী সম্পাদক পদমর্যাদা), জাতীয় দৈনিক ভোরের চেতনার আইন সম্পাদক, সাপ্তাহিক সীতাকুণ্ডের আইন উপদেষ্টা, জিবাংলা আইপি টিভির পরিচালক (আইন ও মানব কল্যাণ), নব আলো২৪, স্বাধীন বার্তা ৭১, জেএএসটিভি বাংলার আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

 

 

একাধারে তিনি দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ , দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ ও দিশারী সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান , বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দুরন্ত-পথিক আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান , আদর্শ ছাত্র ও যুবসমাজ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিডনি রোগে কল্যাণ ফাউন্ডেশন এর আজীবন সদস্য এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের দাতা সদস্য।

 

তিনি ২০১৯ সাল থেকে জাতিসংঘের আওতাধীন আন্তজার্তিক মানবাধিকার ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চট্রগ্রাম জোনের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

এড সরোয়ার হোসাইন লাভলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তার উপর অর্পিত দায়িত্ব পালনে দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।



সবচেয়ে জনপ্রিয়