আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

ঈদগাঁও উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ইসলামপুর মাদরাসার সংবর্ধনা

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : রবিবার ৭ জুলাই ২০২৪ ০৯:৪৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তালেব, মহিলা ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইনসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা। 

 

রবিবার (৭ জুলাই) সকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি আবু তালেব বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন ও মাদরাসা শিক্ষাবোর্ড। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট কাজ করে যাচ্ছে। 

 

সংবর্ধিত অতিথি কাউসার জাহান জেসমিন বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে হবে। মানসিকভাবে নিজেদের আরো বেশি শক্তিশালী হতে হবে। 

 

সংবর্ধিত অন্যতম অতিথি মাওলানা দেলোয়ার হোছাইন বলেন, শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না। বড়বড় সনদও কাজ দিবে না। বর্তমানে যারা দুর্নীতিতে ধরা পড়ছে তারা সবাই উচ্চ ডিগ্রিধারী। এসব শিক্ষিত লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দেশ। 

 

তিনি বলেন, সমাজ ও দেশকে এগিয়ে নিতে সুশিক্ষিত মানুষ দরকার। মাদরাসা শিক্ষাই এই শূন্যতা পূরণ করতে পারে।

 

সংবর্ধিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুরে ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য জান্নাতুল ফেরদাউস, ৩ নং ওয়ার্ডের নূর মোহাম্মদ, ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৫ নং ওয়ার্ডের সালাউদ্দিন বাবুল, ৬ নং ওয়ার্ডের সাহাব উদ্দিন, ৭ নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৮ নং ওয়ার্ডের মো. নাছির উদ্দিন কায়সার ও ৯ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম। 

 

মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নজীব আহমদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অছিয়র রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম আজাদ, সাবেক সভাপতি কায়সার ইদ্রিস, সাবেক মেম্বার মোঃ ইলিয়াস, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক ও সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর। 

 

শিক্ষক রিদওয়ানুল হকের সঞ্চালনায়

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহসুপার মাওলানা ফরিদুল আলম।

 

অবসরপ্রাপ্ত সহসুপার মাওলানা মমতাজ আহমদ, প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন বাবুল বক্তব্য দেন। 

 

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শাহেদাতুল জান্নাত আখি। 

 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।