আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ইত্তেহাদুল ওলামা মিরসরাইয়ের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:৩৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাই উপজেলার সকল ঘরানার ওলামায়ে কেরামের সংগঠন ইত্তেহাদুল ওলামা মিরসরাইয়ের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ বাজারে আল মদিনা মার্কেটের সামনে দুপুরে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত ১১টায়।

 

উপজেলার তেমুহানী মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী। প্রধান মুফাসসির হিসেবে ওয়াজ করেন লন্ডনের এসেক্স জামে মসজিদের খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান আযহারী। প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন চট্টগ্রাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফি উদ্দিন মাদানী।

 

আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে ওয়াজ করেন মাওলানা নুরুল কবির, মাওলানা ইব্রাহিম আল হাসান, মাওলানা জাফরউল্লাহ নিজামী, মাওলানা নুরুল হুদা হামিদী, মুফতি মহিউদ্দিন আকবর আলী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদউল্লাহ, মাওলানা এমদাদুল হক নিজামী, মাওলানা হাফেজ নজরুল ইসলাম, মাওলানা এনামুল হাসান রাকিব, মাওলানা মনজুর এলাহী, মাওলানা ওমর ফারুক নিজামী, মাওলানা নুরুল ইসলাম সাঈদ, মুফতি আরিফুল হক, হাফেজ মাওলানা এরফানুল হক, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, মাওলানা হাফেজ মোকাররম হোসাইন, মাওলানা হাসান বিন সেকান্দর, হাফেজ মাওলানা মো. ইউনুস ও মুফতি আলী আশরাফ সিরাজী।

 

মাহফিলে উদ্বোধনী আলোচনা করেন মাওলানা এনায়েত উল্লাহ। মাহফিল পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করে কর্ণফুলী ও স্বপ্নচূড়া শিল্পীগোষ্ঠী। মাহফিলে কেরাত পরিবেশন করেন মাওলানা ক্বারী বোরহান উদ্দিন ও মাওলানা ক্বারী আব্দুর রহমান।

 

চট্টগ্রাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফি উদ্দিন মাদানী বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাতকে ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। রাসূল (সা.)-এর সীরাত বা কর্মজীবন যে মানবে তার জীবন সহজ হয়ে যাবে। মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-কে উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তাই সর্বাবস্থায় আমাদের রাসূল (সা.)-এর অনুসরণ ও অনুকরণ করতে হবে।