বৃটিশ বাংলাদেশী শিক্ষিকা সাবিনা নেছার হত্যাকান্ডের ঘটনায় আলবেনিয়ান নাগরিক কচি স্লামাজকে বিরুদ্ধে ৩৬ বছরের কারাদন্ডের রায় ঘোষনা করা হয়েছে । আজ শুক্রবার যুক্তরাজ্যের অল্ড বেইলি আদালতে২০৩ দিন পর আলোচিত এই ঘটনায় রায় ঘোষনা দেন জর্জ । রায় ঘোষনার সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । মামলা পুরো বিষয় এবং হত্যাকারীর অতীত ইতিহাস এবং শিক্ষিকা সাবিনা নেছার আদ্যোপান্ত ২ ঘন্টা ব্যাপি উপস্থাপন করা হয়, এসময় সাবিনা নেছার হত্যার সিসির ফুটেজও দেখানো হয় আদালতে। উল্লেখ্য গত বছর ১৭ সেপ্টেম্বর বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় সাউথ ইস্ট লন্ডনের ক্যাটর পার্কে নির্মম ভাবে হত্যা করা হয় সাবিনা নেছাকে। নির্মম এই হত্যাকাণ্ডে হত্যাকারী ২ ফিট লম্বা একটি ধাতব বস্তু দিয়ে ৩৪ বার মাথায় আঘাত করে সাবিনাকে। ১৭ সেপ্টেম্বর রুশে গ্রিন প্রাইমারী স্কুলের শিক্ষিকা সাবিনা নেছাকে হত্যা করা হলেও প্রায় ২৪ ঘন্টা পর তার মৃতদেহ পাওয়া যায় ক্যাটর পার্কের কমিউনিটি সেন্টারের পাশে।