আজ শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০শে ভাদ্র ১৪৩১

আনোয়ারা বিএনপি নেতার মায়ের মৃত্যুতে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের শোক

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। বিবৃতিতে তিনি বলেন, মরহুমার মৃত্যুতে আনোয়ারা উপজেলা জাতীয়তাবাদী পরিবার একজন রতœগর্ভা মাকে হারাল।

মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের ধৈর্য ধারনের আহবান জানান আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

উল্লেখ্য শুক্রবার সকালে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলামের মা মুসলেমা খাতুন(৯৫) নিজ বাড়ি চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে মৃত্যু বরণ করেন। বিকালে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।