আনোয়ারায় ওষখাইন রজায়ী দরবার শরীফে পবিত্র জশনে জুলুছ ও ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন করা হয়েছে। শুক্রবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ওষখাইন রজায়ী দরবার শরীফ থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি আল্লাহু আকবর ধ্বনিতে ও রাসুল(সঃ) এর শানে নাতে রাসুল(সঃ) পরিবেশন করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফে এসে শেষ হয়।
জুলুছে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী। এসময় উপস্থিত ছিলেন, শাহাজাদা ইমাম উদ্দীন রজায়ী। পরে রাতে রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিলে মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে দেশ মানুষের মঙ্গল কামনায় আখেরি মোনাজাত করেন পীরজাদা মৌলানা নাঈম উদ্দীন রজায়ী।