আনোয়ারায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৩০০ বান্ডেল ঢেউটিন, গ্রহনির্মাণ মঞ্জুরি বাবদ নগদ ৯ লক্ষ টাকা নগদ অর্থ ও মুজিব বর্ষের উপহারের একটি ঘর হস্তান্তর করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এসব হস্তান্তর করা হয়। এসময়, স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিতরণকালে ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরতœ শেখ হাসিনা যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ান তড়িৎ গতিতে৷দেশের সাধারণ মানুষের প্রতি তাঁর অপরিসীম ভালবাসা এই প্রাণশক্তির উৎস। তিনি ভূমিহীন-গৃহহীনকে গৃহ নির্মাণের মাধ্যমে আশ্রয় দিয়েছেন, যার নজির বিশ্বে বিরল।