আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ওষখাইন রজায়ী দরবার শরীফে জুলুছ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

পবিত্র মিলাদুন্নবী (দ:) স্বাগত জানিয়ে আগামী শুক্রবার আনোয়ারার ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে বিশ্ব নূর মঞ্জিলে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের উদ্যোগে স্বাগত র‌্যালী ও জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ:)আয়োজন করা হয়েছে। ওই দিন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, বাদে আছর পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষ্যে স্বাগত র‌্যালী, মাগরিবের পর আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী(সঃ) আলোচনা। পরে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

জুলুছে সভাপতিত্ব করবেন রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পীরজাদা মোঃ খোরশেদুল্লাহ রজায়ী প্রকাশ রজায়ী হুজুর। মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত করবেন পীরজাদা মৌলানা নাঈম উদ্দীন রজায়ী। অনুষ্ঠানের সহযোগিতায় থাকবেন শাহাজাদা ইমাম উদ্দীন রজায়ী৷মাহফিলে দরবারের সকল ভক্ত মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লীদের আমন্ত্রণ জানিয়েছেন পীরজাদা মোঃ খোরশেদুল্লাহ রজায়ী।