আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা শনিবার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ও বিকাল দুই দফায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং বটতলী এস এম আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এই পরীক্ষায় কেজি থেকে অষ্টম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। এছাড়া চট্টগ্রাম মহানগরে পরীক্ষা হবে ২৫ ডিসেম্বর। এ নিয়ে প্রস্তুতি সভা বুধবার মোমিন রোডে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিনিয়াস উপদেষ্টামণ্ডলীর সদস্য ইতিহাস গবেষক জামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, মিয়া এম এ করিম, বিলকিছ আকতার, সুশান্ত শীল, এম মোজাম্মেল হক, মুহাম্মদ রিদুয়ানুল হক, রাশেদুল আলম চৌধুরী, ইমরান বিন ইসলাম, শাকিল আরাফাত ও মীর জুবেদ।