আনোয়ারায় নিষিদ্ধকালীন সময়ে সামুদ্রিক মাছ শিকার ও পরিবহনের দায়ে আনুমানিক ৪৫ মণ মাছসহ ট্রাক জব্দ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার কালাবিবির দিঘি মোড় থেকে এসব জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক। পরে জব্দকৃত মাছ ১ লাখ ৫৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এসময় ট্রাকের চালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ২ হাজার টাকা এবং মাছের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূম) আবদুল্লাহ আল মুমিন বলেন, সাগরে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে সামুদ্রিক মাছ পরিবহনকালে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা ও জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয়। অভিযান অব্যাহত থাকবে।