লোহাগাড়া উপজেলার আধুনগরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার উপজেলার আধুনগরে অসহায়, গরীব ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. নাজিম উদ্দীন, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলি আহমদ, শিক্ষক নেতা মাস্টার গোপাল কান্তি বড়ুয়া, সমাজ সেবক হারুনর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুয়ানুল হক রুবেল, যুবলীগ নেতা কাইছার শান্ত, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হামিম হোসেন রবিন প্রমূখ।