আজ শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০শে ভাদ্র ১৪৩১

অস্ত্র ঠেকিয়ে শিক্ষিকার মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : সোমবার ১ জুলাই ২০২৪ ০৯:৫৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

ফটিকছড়িতে অস্ত্র ঠেকিয়ে এক শিক্ষিকার নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তের দল। সোমবার (১ জুলাই) সকালে উপজেলার নাজিরহাট-মাইজভান্ডার সড়কের মাদ্রাসাতুল মদিনার সামনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, উপজেলার আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাশেদা আক্তার। তিনি প্রতিদিন ওই সড়ক হয়ে স্কুলে যাতায়াত করেন। সকালে বৃষ্টি থাকার ফলে নাজিরহাট ঝংকার থেকে সিএনজি অটোরিকশায় উঠে তিনি বিদ্যালয়ে যেতে থাকেন। তারে সাথে উঠেন আরও তিনজন যুবক। গাড়িটি মাদ্রাসাতুল মদিনার কাছে গেলেই যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

 

শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, ‘এমন পরিস্থিতি অকল্পনীয়। আমি ওই সড়ক ধরে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করি। অটোরিকশায় থাকা সবাই উঠতি বয়সী তরুণ। তারা অস্ত্রের মুখে আমার সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। এমন পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি।’

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।’