আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

অধ্যাপক খালেদের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান প্রেসক্লাব

এম কামাল উদ্দিন, রাউজান : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ০৮:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর গ্রামের বাড়ি রাউজানস্থ কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা,  অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনছারি প্রমূখ।

শ্রদ্ধা নিবেদন শেষ আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ খালেদের কবর জিয়ারত পরবর্তী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য,অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই অবিভক্ত ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দারোগা বাড়িতে। বাবা আবদুল হাদি, মাতা তামান্না বেগম।