আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক: | প্রকাশের সময় : বুধবার ৬ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৩:০০ অপরাহ্ন | খেলাধুলা

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে ৮৯ রানের জয়ে গ্রুপ পর্বের বাঁধা পেরিয়েছিল টাইগাররা। কিন্তু বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বর দল পাকিস্তানের কাছে ব্যাটে-বলের লড়াইয়ে পেরে উঠল না সাকিবের দল। ফলে ৭ উইকেটের পরাজয়ে নিজেদের সুপার ফোর মিশন শুরু করল লাল সবুজের প্রতিনিধিরা।

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে সাকিব ও মুশফিকের ফিফটির পরও লোয়ার অর্ডারের ব্যর্থতায় মাত্র ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। তবে আঁটসাঁট বোলিংয়ে পাক ব্যাটারদের কিছুটা চাপে রাখলেও উইকেট না তুলতে পারায় হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।