আজ সোমবার ২০ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

হামুনে লণ্ডভণ্ড সাতকানিয়া, গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ২৫ অক্টোবর ২০২৩ ০৮:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

‌হামুনে লণ্ডভণ্ড সাতকানিয়া, গাছ চাপায়  এক বৃদ্ধার মৃত্যু হয়েছে 

 

ঘূর্ণিঝড় হামুনের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর আঘাতে সাতকানিয়ার বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টার মধ্যে থেমে থেমে ঝোড়ো বাতাস তছনছ করে দিয়েছে মানুষের সব কিছু। 

 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস  জানিয়েছেন, উপজেলার খাগরিয়া ইউনিয়নে গাছচাপায় বকুমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।  নিহত পরিবারের মাঝে  25 হাজার টাকা নগদ সহায়তা ও পাশাপাশি বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ।

 

ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক গাছপালা ভেঙ্গেছে। গাছ ও ডালপালা ভেঙ্গে বিদ্যুতের সংযোগ লাইন ছিঁড়েছে। ১২৩টি ঘর আংশিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য এসেছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা) সাতকানিয়া উপজেলায় পুরোপুরি বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। 

 

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ছাড়া সকল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দক্ষিণ চট্টগ্রামে তাদের অন্তত ৮১টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা চালিয়ে যাচ্ছেন।