বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের হরতাল অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রামে দক্ষিণ জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেলের নেতৃত্বে আনোয়ারা উপজেলার বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের চাতরী চৌমহনী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার বলেন, বিএনপি-জামাত ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পলাতক ও দন্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপির অবৈধ অবরোধ বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরকে প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে দক্ষিণ ছাত্রলীগের প্রতিটি ইউনিট সবসময় প্রস্তুত আছে। আগামীতে তাদেরকে রাজপথে নামতে দেওয়া হবেনা।