আনোয়ারায় পূর্ব পরিকল্পিত ভাবে স্বর্ণ চোরের অপবাদ দিয়ে মো. শাহেদুল ইসলাম (২৫) নামের এক সিএনজি অটোরিকশা চালক ও ২ যাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের হামলায় চালক শাহেদুল ইসলাম, যাত্রী বুলু আক্তার ও হাসিনা আক্তার আহত হয়। ঘটনার এক সপ্তাহ পর গত ১৫ জানুয়ারী শাহেদুল ইসলাম বাদী হয়ে আরিফুর রহমান (২৩), মো. ইলিয়াছ (৩৮), মো. আলাউদ্দিন (২৫), মো. অভি (২২), মো. রাফি (২৩), অমিত রায় (২২) ও তানজিন আক্তার (২৬) এর নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিএনজি চালক শাহেদুল ইসলাম প্রতিদিনের মতো গত ৮ জানুয়ারী কুরিয়ান ইপিজেডের শ্রমিকদের নিয়ে ফেরার পথে সন্ধ্যায় আরিফুর রহমানসহ অভিযুক্তরা তার গতিরোধ করে। এসময় তারা শাহেদের বিরুদ্ধে স্বর্ণ চুরির অভিযোগ এনে তার কাছ থেকে মোবাইল ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ওই গাড়ির যাত্রী কেইপিজেডের শ্রমিক বুলু আক্তার (২৫) ও হাসিনা আক্তারের কাছ থেকে দুইটি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় প্রতিবাদ করায় চালক শাহেদ ও যাত্রীদের বেদম মারধর করা হয়। তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে চালক শাহেদুল ইসলামকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ইলেকট্রিক শক দেয় ও নির্যাতন চালায়। পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ মূমুর্ষ অবস্থায় শাহেদকে উদ্ধার করে স্বজনদের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. কবির বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমি হাইলধরের মালঘর এলাকায় গিয়ে ছিলাম, সেখানে কিছু লোক সিএনজি চালক শাহেদের বিরুদ্ধে স্বর্ণ চুরির অভিযোগ তোলে। আমরা যাওয়ার পর তারা ছেড়ে দিলে শাহেদ অভিভাবকদের সাথে চলে যায়।