সীতাকুন্ডে প্রায় ৭ ঘন্টা পর সাপে কাটা মমূর্ষ রোগে চিকিৎসা দিয়ে বাচিয়ে তুললেন স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসকরা। মঙ্গলবার সকালে রোগীর চিকিৎসা দেয়া হয়। সাপে কাটা রোগী আলেয়া বেগম পৌরসভার পন্তিছিলার বাসিন্দা।
জানাযায়, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বিষাক্ত সাপে কাটে। এ অবস্থায় অসহ্য যন্ত্রনা নিয়ে বাড়িতে নানা রকমের চেষ্টা চালায়। পরবর্তীতে অবস্থা গুরুত্ব হয়ে উঠলে সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে রোগীর চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। দীর্ঘ এক ঘন্টা চিকিৎসা চালিয়ে সম্পূর্ন আশংকামুক্ত কওে রোগীকে প্রেরন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ।
তিনি বলেন,‘ হাসপাতালে আনার সময় রোগী অবস্থা খুবই গুরুত্বর ছিল। অনেকটা নিরাশার মাঝে রোগীর চিকিৎসা চালানো হয়। এক পর্যায়ে দীর্ঘ সময়ের চেষ্টা শেষে রোগীকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে কর্তব্যরত ডাক্তার। ইতিপূর্বে ৪৫ জন সাপে কাটা রোগীর চিকিৎসা দেয়া হয়েছে।