আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত

দুরন্ত পথিক: | প্রকাশের সময় : শনিবার ২২ জুলাই ২০২৩ ০৩:৪৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো
২২ জুলাই ২০২৩ সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের ৩য় সভা সংগঠনের আহ্বায়ক লায়ন মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব পলাশ চৌধুরীর সঞ্চালনায় সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজু কামাল, গাজী সামসুল আলম, এ কে এম মসিউদদৌলা, আহমদ আরমান সিদ্দিকী, লিটন চৌধুরী, মো. বেলাল হোসেন, ইঞ্জিনিয়ার মো. কামরুদৌজা, এম ও এইচ কাইয়ুম, কাজী আলী আকবর জাসেদ, মফিজুর রহমান সাজ্জাদ, মো. মঞ্জুর মোরশেদ চৌধুরী, মো. ইকবাল হোসেন টিপু, এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, জেসমিন আক্তার, মো. সোহেল, মো. আবু তাহের, মো. ওমর ফারুক প্রমুখ।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা ২৩ হতে ৩৫ জনে বর্ধিত করা হয়। নতুন কো-অপশনকৃত ১২ জন হলেন লায়ন হাজী মো. ইউসুফ শাহ, খোরশেদ আলম, ননী গোপাল দেবনাথ, ডা. মানিক লাল দাশগুপ্ত, অধ্যাপক নুরুল গণি চৌধুরী, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ সাইফুল আলম ভূঁইয়া বাবু, মোহাম্মদ আকতার হোসেন মামুন, ড. মো. শাহিদুল আলম মিন্টু, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক শেখ সাইফুল ইসলাম রুবেল, কামরুন নাহার নীলু।
অনুষ্ঠানে ১জন গরিব ও অসহায় বিধবা মহিলাকে আত্মকর্মসস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক পৃষ্ঠপোষক সদস্যের পক্ষ হতে সেলাই মেশিন প্রদান করা হয়। সভার শুরুতে নব গঠিত সীতাকু- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মানিক লাল বড়–য়া, সাধারণ সম্পাদক এ কে এম মছিউদদৌলা ও সদস্য লায়ন মো. বেলাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে ৩৫ সদস্য বিশিষ্ট জাতীয় শোক দিবস ২০২৩ উদ্যাপন কমিটি গঠন করা হয়। আহ্বায়ক সীতাকু- প্রেস ক্লাবের সাধারণ সম্পাক লিটন চৌধুরী ও সদস্য সচিব সীতাকু- পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো. বেলাল হোসেন। জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে ৫০০ জন এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ, খতমে কোরআন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।


সবচেয়ে জনপ্রিয়