শেষ ধাপে সারা দেশের ন্যায় নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতাকানিয়া উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নৌকা ১১, বিদ্রোহ ১ ও স্বতন্ত্র ৩ জন জয়লাভ করেন। কাঞ্চনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। সোমবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন- আওয়ামী লীগ মনোনীত: চরতী ইউনিয়নে রুহুল্লাহ চৌধুরী (নৌকা) ১২৭৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইনুদ্দিন চৌধুরী (আনারস) ৪১০২ ভোট। নলুয়া ইউনিয়নে মো. লেয়াকত আলী (নৌকা) ৮৪৬০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান চৌধুরী (আনারস) ১২৬৫ ভোট। খাগরিয়া ইউনিয়নে মো. আকতার হোসন (নৌকা) ৬৬৫৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জসিম উদ্দিন মোটরসাইকেল) ৪৭৯০ ভোট। বাজালিয়া ইউনিয়নে তাপস কান্তি দত্ত (নৌকা) ৫৬৮৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি শহীদুল্লাহ চৌধুরী (আনারস) ৩৯৮৭ ভোট। কালিয়াইশ ইউনিয়নে হাফেজ আহমদ (নৌকা) ৬০৬৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি ফেরদৌস চৌধুরী সোহেল (আনারস) ৩৪৫৫ ভোট। ধর্মপুর ইউনিয়নে মো. নাছির উদ্দিন টিপু (নৌকা) ৫৯৫৩ ভোট, ইলিয়াস চৌধুরী (আনারস) ২১০ ভোট। সোনাকানিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন (নৌকা) ৫৭৮৯ ভোট, মো. সেলিম উদ্দিন চৌধুরী (মোটরসাইকল) ৫২৮৯ ভোট।
বিদ্রোহী প্রার্থী: পশ্চিম ডেমশা ইউনিয়নে রিদওয়ানুল ইসলাম সুমন (আনারস) ১৬৪৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তাহের জিন্নাহ (নৌকা) ১৫২৭ ভোট।
স্বতন্ত্র চেয়ারম্যান: ঢেমশা ইউনয়নে মির্জা আসলাম সরওয়ার রিমন (মোটরসাইকেল) ৪৪৭২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি রিদওয়ান উদ্দিন নৌকা) ২০৫৫ ভোট। ছদাহা ইউনিয়নে মোরশেদুর রহমান চৌধুরী (মোটরসাইকেল) ৫৯০৭ ভোট, তার নিকটকম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীক পেয়েছেন ৫৬৪৯ ভোট ও নৌকা প্রতীক পেয়েছেন ৫৬১৫ ভোট। আমিলাইশ ইউনিয়নে মোজাম্মেল হক চৌধুরী টেলিফোন) ৩২২৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি এইচএম হানিফ (ঘোড়া) ২৬৬৭ ভোট।
উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ভোট গ্রহন স্থগিত রাখে প্রশাসন। কাঞ্চনা ইউনিয়নে ১টি কেন্দ্রে ফলাফল স্থগিত থাকায় ওই কেন্দ্রে পুন:রায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়ে পূর্ণ ফলাফল ঘোষণা করা হবে।
সাতকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন- সাতকানিয়া সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. সেলিম উদ্দিন (নৌকা), পুরানগড় ইউনিয়নে আ.ফ.ম. মাহবুবুল হক সিকদার (নৌকা), কেঁওচিয়া ইউনিয়নে মো. ওসমান আলী (নৌকা) ও মাদর্শা ইউনিয়নে আ.ন.ম. সেলিম (নৌকা)।
নির্বাচনে ৬ জন রিটাণিং অফিসারের দায়িত্ব পালন করেন। যথাক্রমে- নির্বাচন অফিসার আবু তালেব মন্ডল, রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুণ ত্রিপুরা, মাধমিক শিক্ষা অফিসার আজিম শরীফ, কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক সরকার,
সাতকানিয়া উপজেলা পরিষদের হল রুম থেকে স্ব-স্ব রিটার্ণিং কর্মকর্তা বেসরকারি ভাবে স্ব-স্ব ইউনিয়নে দায়িত্ব পালনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।