আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতবাড়িয়া আশরাফ মুহুরী ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৭:৩৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া আশরাফ মুহুরী হাট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।  ২৪ জানুয়ারি (সোমবার) সকাল হতে স্হানীয় একটি মাদরাসায় এই দ্বি-বার্ষিক নির্বাচন  অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা হতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উপস্থিত হয় ভোট কেন্দ্রে। ব্যবসায়ী সমিতির ১০৩ জন সদস্যের মধ্যে ১০২ জন সমিতির সদস্য ভোটার স্ব-স্ব ভোট প্রয়োগ করেন।

পরে আকতার হোসেন (আনারস) প্রতীককে সভাপতি এবং  ফুটবল প্রতীক মো: আলাউদ্দিনকে সাধারন সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে আগামী ২বছরের জন্য দায়িত্ব দিয়ে ব্যবসায়ী সমিতির আত্মসামাজিক কাজকর্মে এগিয়ে নিবেন বলে সকল ব্যবসায়ী আশা ব্যক্ত করেন।