সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ইলিয়াছ সিকদারের বিরুদ্ধে মিথ্যাচার ও বিত্তিহীন অপবাদে মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতা ইলিয়াছ সিকদার। গতকাল ১৮ মে শনিবার কেরানীহাটস্থ একটি রেস্তোঁরায় এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ সিকদার লিখিত বক্তব্য বলেন, অভিযুক্ত দুস্কৃতিকারীরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছুদিন পূর্বে তার উপর হামলা করে, হামলার পর দুস্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেও অদৃশ্য শক্তির কালইঙ্গিতে আদালত থেকে অভিযুক্তরা দ্রæত সময়ে জামিন পেয়ে মামলা তুলে নিতে তার উপর বিভিন্নভাবে হুমকি ধমকি সহ চাপ প্রয়োগ করতে থাকে। অভিযুক্ত দুস্কৃতিকারীরা ভাড়াটে মানুষ দিয়ে মানববন্ধনের আয়োজন করে তাকে পরিকল্পিতভাবে ইয়াবা ব্যাবসায়ী হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে জগন্য মিথ্যাচারের ব্যর্থ প্রচেস্টা চালিয়েছে বলে অভিযোগ করে। রাজনৈতিক প্রতিহিংসায় পূর্বে তিনি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার বিষয়ে মানববন্ধনে মিথ্যা তথ্য প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্টেরও প্রতিবাদ করেছেন সংবাদ সম্মেলনে। করেছেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা এলাকার আবদুল গনির পুত্র ভুক্তভোগী স্বেচ্ছাসেবকলীগ নেতা ইলিয়াছ সিকদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইলিয়াছ সিকদার আরো বলেন, স্থানীয় মৃত ইব্রাহিম এর পুত্র ইউপি সদস্য আবদুল মান্নান ও তাঁর ভাই নুরুল আলম, স্থানীয় নজির আহমদের পুত্র মোঃ হারুন এবং আবদুল সোবহান এর পুত্র আবদুল আজিজ তাঁকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার দীর্ঘদিন থেকে হীন প্রচেস্টায় লিপ্ত আছে। তাদের সাথে দীর্ঘদিন থেকে ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধের ধারাবাহিকতায় গত ১০ মে উল্লেখিত দুস্কৃতিকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা ও আক্রমন করে করে জখম করেছে বলে জানান ইলিয়াছ সিকদার। উক্ত হামলা ও আক্রমনের ঘটনার বিষয়ে তিনি বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। সাতকানিয়া থানার মামলা নং- ১৩, তারিখ- ১১ মে ২০২৪ইং, মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। মামলায় বিবাদী আবদুল মান্নান বিজ্ঞ আদালত হইতে জামিন প্রাপ্ত হয়। ১নং বিবাদী বিজ্ঞ আদালত হইতে জামিনে আসার পর অপরাপর বিবাদীদের সহযোগীতায় তাকে যেখানে সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দায়েরকৃত মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধমকি সহ চাপ দেওয়ার অভিযোগও করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ সিকদার, মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া তাকে মারধর করার চেষ্টা করে বলে জানান। ইলিয়াছ সিকদার আশঙ্কার কথা জানিয়ে বলেন, দুস্কৃতিকারীরা যেভাবে প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি প্রদান করে চলছে, সাতকানিয়া থানায় দায়েরকৃত মামলাটি তুলে না নিলে তাকে যেকোন সময় প্রাণে হত্যা করে লাশ গুম করার আশঙ্কার কথাও জানান। একইসাথে তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা সহ নানান হীন ষড়যন্ত্রের বিষয়ে সাতকানিয়া থানায় ১৮ মে সাধারণ ডায়েরি করেছে বলে জানান, যার নং- ৯১২। সংবাদ সম্মেলনে ইলিয়াছ সিকদার তার জিবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাস্ট্রমন্ত্রী মহোদয়, স্থানীয় সংসদ সদস্য মহোদয় এবং পুলিশের সহযোগিতা কামনা করেন এবং ঘটনার অদ্যাপান্ত সুষ্ঠ নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন ইলিয়াছ সিকদারের আত্মীয়স্বজন ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।