আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৯জন গ্রেফতার

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ৮ সেপ্টেম্বর ২০২৩ ০৭:১১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে  সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ খায়রুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সারোয়ার কামাল(২৮)কে রাত ১১, ঘটিকার সময় ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করিতে সক্ষম হয়। সে সাতকানিয়া থানার সাতকানিয়া পৌরসভা ২নং ওয়ার্ড সামিয়ারপাড়ার মোঃ ইউসুফের ছেলে।

এসআই ভক্ত চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাজাপ্রাপ্ত মোঃ এজাহার মিয়াকে গ্রেফতার করেন। সে সাতকানিয়া থানার মাদার্শা ইউনিয়নের দেওদীঘি কালাচাঁদ পাড়ার হাজী রহমত আলীর ছেলে।

এএসআই মোঃ আল আমিন অভিযান পরিচালনা করিয়া মোঃ হুমায়ুন কবির প্রঃ রনিকে গ্রেফতার করেন। সে সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড খাঁন মোহাম্মদ বাড়ির মোঃ আইয়ুব আলীর ছেলে। অপর‌ এক অভিযানে পরোয়ানা ভুক্ত মোঃ এমরান হোসেনকে গ্ৰেফতার করে। সে সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মজিদের পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে।এএসআই মোঃ মহিউদ্দিন অভিযান পরিচালনা করিয়া সাজা পরোয়ানা ভুক্ত মোঃ শহিদুল ইসলাম (সেলিম) কে গ্ৰেফতার করে। সে সাতকানিয়া থানার আমিলাইশ ইউনিয়নের পূর্ব ডলু এলাকার আহমদ হোসেনের ছেলে।

এএসআই মোঃ নুর নবী অভিযান পরিচালনা করিয়া আব্দুল আলমকে গ্রেফতার করে। সে সাতকানিয়া থানার সোনাকানিয়া জোলারপাড়ার আবদু শুক্কুরের ছেলে।এএসআই মোঃ এমরান হোসেন অভিযান পরিচালনা করিয়া মোঃ দেলোয়ার হোসেনকে গ্ৰেফতার করে। সে সাতকানিয়া থানার মাদার্সা ইউনিয়নের দেওদীঘি এলাকার আবদুল মুনাফের ছেলে।এএসআই মোঃ ইসমাইল অভিযান পরিচালনা করিয়া মোঃ মিনহাজ(৩৬) কে গ্ৰেফতার করে। সে সাতকানিয়া থানার মার্দাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড খামার পাড়ার মোঃ শফির ছেলে এএসআই মোঃ রেজাউল করিম অভিযান পরিচালনা করিয়া মোঃ রায়হান(২৩) কে গ্ৰেফতার করে। সে সাতকানিয়া থানার ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাইজপাড়ার আব্দুর রহিম মম ড্রাইভারের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।