আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীয় সহ ৩ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ৩০ অগাস্ট ২০২৩ ০৮:৪০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে  সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ আবদুর রহিম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ওয়াহিদুল ইসলাম শহিদ প্রঃ মনা(২৮) কে রাত ১১,৩০ঘটিকার সময় ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করিতে সক্ষম হয়। সে চট্রগ্রাম জেলার পটিয়া থানার ভাটিখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ড করল মাহাবুব চেয়ারম্যান বাড়ীর মোঃ সামছুল আলমের ছেলে ।এসআই মোঃ রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মোঃ গিয়াস উদ্দিন (৩৪) কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার বাশঁখালী থানার বাশঁখালী পৌরসভার ৪নং ওয়ার্ড জনসু মুন্সির বাড়ীর নুরুল কাদেরের ছেলে।

এসআই মোঃ রাজু আহমেদ অপর আরেক অভিযানে রিফুল জান্নাত (৩৫) কে গ্ৰেফতার করে। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর কাঞ্চনা, মনতার বর টে‌কের মোঃ আবু তৈয়বের স্ত্রী।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ৃ