সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্থ মানুষের সুবিধার্থে হেলথ্ কেয়ার হসপিটালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম চলমান ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুস্থদের সুবিধার্থে সার্জারী, চর্মরোগ, বাথব্যাথা, শিশু, মেডিসিন, গাইনী, নাক, কান ও গলা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে ৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রি চিকিৎসা সেবা নিতে এসে সন্তুষ্টি প্রকাশ করে কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা নুরুন্নাহার বেগম বলেন, বন্যার পানিতে আমার ৮ বছর বয়সী ছেলের চর্মরোগ হয়েছে। ফ্রি চিকিৎসার খবর পেয়ে হেলথ্ কেয়ার হসপিটালে এসে ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ওষুধও পেয়েছি। চিকিৎসা নিতে এসে সন্তুষ্টি প্রকাশ করে একই কথা বললেন কেঁওচিয়া, ছদাহা ও বাজালিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীরা।
এ ব্যাপারে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) ডা. বিধান ধর বলেন, এ হসপিটালটি প্রতিষ্ঠার পর থেকে সব সময় অসহায় ও দুস্থদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে, এটি হসপিটাল কর্তৃপক্ষের অঙ্গীকার। এবারও স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত অন্তত ১ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ ছাড় দেওয়া হয়। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।