সাতকানিয়ার ১২ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন টিপুর ফরিক পাড়াস্থ নির্বাচনী ক্যাম্প মঙ্গলবার দিবাগত রাতে দূর্বত্তদের আগুনে পুড়ে চাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নির্বাচনী ক্যাম্পের পোষ্টার, ব্যানার,টেবিল, চেয়ারসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিও পুড়ে যায়। এতে প্রায় ২৫/৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নির্বাচনী ক্যাম্প পুড়ে দেওয়ার ঘটনায় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নৌকার প্রার্থী নাছির উদ্দীন টিপু বলেন, তার জনপ্রিয়তা দেখে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে প্রতিপক্ষরা রাতে আধাঁরে আমার নির্বাচনী ক্যাম্প পুড়ে দিয়েছে। এ ব্যাপারে তিনি রিটানিং কর্মকর্তাসহ থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।