সাতকানিয়ার ছদাহা ইউপি মেম্বার নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানববন্ধ ও সমাবেশ করেছে ছদাহা ইউনিয়নের ৩নং নাম্বার ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। ইউপি মেম্বার নজরুল ইসলামের সভাপতিত্বে মনজুর আলমের চঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি মেম্বার আজহার উদ্দিন বিশেষ অথিতির ছদাহা ৬ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন সুমন সমাজ সেবক আনোয়ার হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক আজাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন সম্প্রতি ১৫নং ছদাহা ইউনিয়ন ৩নং নম্বর ওয়ার্ড হাজাম পাড়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই জনপ্রতিনিধি নজরুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী আবছারের নেতৃত্বে খালেদা আক্তার বাদী হয়ে চট্টগ্রাম কোটে একটি মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেছেন অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে বক্তারা বলেন আবছার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।নজরুল ইসলাম মেম্বার মাদকের বিরুদ্ধে এলাকার চেয়ারম্যান ও থানা প্রশাসনকে অবহিতীকরণ ও এলাকায় প্রতিরোধ গড়ে তোলার কারণে গুম খুন হত্যার হুমকি প্রতিনিয়ত দিয়ে আসছে মাদক কারবারী আবছারের হাত থেকে সমাজ রক্ষা করতে হবে । না হয় মাদকের বিষাক্ত ছোবল থেকে সমাজ মাদকাসক্ত হবার সম্ভাবনা আছে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নজরুল ইসলাম মেম্বারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।