আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে জুলাই-আগষ্টের শহীদদের স্মরণে স্মরণ সভা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপে  ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার  (২৭ নভেম্বর) বেলা ১২ টায়  উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। 

 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সন্দ্বীপ  পৌর প্রশাসক অংছিং মারমা, সন্দ্বীপ  থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, নৌ বাহিনীর কন্টিনজেন্ট টোআইসি নোয়াব, আহতদের মধ্যে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন শাহিন, নিহত সাইমুমের মা রহিমা বেগম, উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন,  উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ,  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন,  উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প মোঃ মহি উদ্দীন, মুছাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম,  সারিকাইত ইউপি প্যানেল চেয়ারম্যান তাছলিমা বেগম, মগধরা ইউপি প্যানেল  চেয়ারম্যান মোঃ ইলিয়াছ,   মাইটভাংগা ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল মহসিন সেলিম , হারামিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, কালাপানিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান রাবেয়া বেগম, গাছুয়া ইউপি প্যালেন চেয়ারম্যান রোকেয়া বেগম, রহমতপুর ইউপি প্যানেল  চেয়ারম্যান রাহেনা বেগম সাংবাদিক ইলিয়াছ সুমন, ও শামসুল আজম মুন্না, ৯ জন আহত নিহতদের পরিবার সহ অনেকে উপস্থিত ছিলেন।