আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

সন্দ্বীপে এনাম নাহারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে পলিথিন জব্দ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১১:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় এর যৌথ অভিযানে  উপজেলার  এনাম নাহার মোড়ে  বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি)  বিকেলে  নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও   এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা ।  অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ করায়

মেসার্স আল্লাহর দান স্টোরকেএক হাজার টাকা জরিমানা ও ২৬ কেজি  

নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোবাইল কোর্ট পরিচালনা করে এ  দন্ড প্রদান করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দীন উপস্থিত ছিলেন। এ  সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সন্দ্বীপ থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।