আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

শরীয়ত,তরিকত ও মানব কল্যানমূলক কর্মকান্ডে আল্লামা হাফেজ হাকিম শাহ বজলুর রহমান (রাঃ) অবিস্মরণীয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ২৭ অগাস্ট ২০২৩ ০৩:০০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ  শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ও তাহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) এর  ১১৩তম পবিত্র মহান ৮ ছফর এর ওরশ শরীফ ২৫ আগষ্ট ২০২৩ রোজ শুক্রবার দরবারে বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদায় সম্পন্ন হয় । ওরশ শরীফ উপলক্ষে কার্যক্রমের মধ্যে ছিল ৫ ছফর   শুক্রবার বাদ আছর হতে হতে ৮ ছফর পর্যন্ত ৩ দিন ব্যাপী এতেকাফ , পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে সুরা ইখলাছ শরীফ, খতমে সুরা মুজাম্মেল শরীফ, খতমে ইউনুছ শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে খাজেগান শরীফ,  জিকির শরীফ ,মিলাদ মাহফিল এবং আলোচনা সভা , আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) সভাপতিত্বে শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান ,নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি ,অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, শুভেচ্ছা বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার  অধ্যক্ষ হযরতুলহাজ¦ আল্লামা ইলিয়াছ নুরী, আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর জীবন,কার্যক্রম,সাংগঠনিক অবদান, সুন্নিয়ত প্রতিষ্ঠায় উনার অবদান সম্পর্কে সারগর্ভ আলোচনা উপস্থাপন করেন দরবারের মেজ সাহেবজাদা শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গাজী শেরেবাংলা আজিজুল হক আলকাদেরী (রাঃ) এর বড়সাহেবজাদা মাওলানা আমিনুল হক আল কাদেরী, লোহাগাড়া হযরত পেঠান শাহ (রহঃ) দরবারের সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, এডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমেদ, আহলে সুন্নাত ওয়াল জামায়া’ত এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী,অধ্যক্ষ আল্লামা আল্লামা তৈয়ব আলী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়নগঞ্জ জেলার অন্যতম সংগঠক মাওলানা মুফতী আলী আকবর,মাওলানা মুফতী মুহাম্মদ কুতুবুদ্দিন, রাউজান পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি মাওলানা আলহাজ্ব সিরাজুল ইসলাম চিশতি,উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মুহাম্মদ শাহজাহান খান, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী এনামুল হক সিদ্দীকি, শাহজাদা এ এফ এম মুহাম্মদুর রহমান ,শাহজাদা গোলাম আলী ,শাহজাদা শফিকুর রহমান ,শাহজাদা মুহাম্মদ হাসান, শাহজাদা মুহাম্মদ হোসাইন, শাহজাদা সাইফুর রহমান ,শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ দিদারুল আজম,মাওলানা মাহফুজুল হক আলকাদেরী,মাওলানা আবদুস সালাম, মাওলানা আহমদ করিম নঈমী,মাওলানা হাবিবুর রহমান ফারুক, হাফেজ মাওলানা আবদুল হাই, মাওলানা আবু জাফর, শাহজাদা মোহাম্মদ  মাহবুবুর রহমান (মওলানা), ,বেতাগী আনজুমানে রহমানিয়ার সাধারণ সম্পাদক মফিজুল আলম সিকদার, সহ বিভিন্ন দরবারের সাহেবজাদা,উলামায়ে আহলে সুন্নাত গণ উপস্থিত ছিলেন । বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বলেন বৃটিশ বিরোধী আন্দোলন,খিলাফত আন্দোলন সহ এ দেশের স্বাধীকার আন্দোলনে এবং শরীয়ত,তরিকত ও মানব কল্যানমূলক কর্মকান্ডে  সৈয়দুল আজম হযরত হাফেজ  শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর অবদান অনন্য এবং অবিস্মরণীয়। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ সহ ,দেশ ,জাতি,মানবতার কল্্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে দরবার এ বেতাগী আস্তানা শরীফ  অসাধারন ভাবে  ভূমিকা পালন করে আসছ্ ে এবং এ কার্যক্রম কে বেগবান করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন । ওরশ শরীফ উপলক্ষে দরবারের নিয়মিত ত্রৈ-মাসিক প্রকাশনা “আস্তানা”র বিশেষ সংখ্যা প্রকাশিত হয়্। তবারক বিতরনের মধ্য দিয়ে ওরশের কার্যক্রম সম্পন্ন হয় । হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা  করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।



সবচেয়ে জনপ্রিয়