চতুর্থ ধাপে আগামী ৫ জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচননে ১১ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে।
১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনের রিটার্ণিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন প্রত্যাহার করা হহয়েছে বলে বিষয়টি নিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান।
মনোনয়ন প্রত্যাহারকৃতরা হলেন যথাক্রমে চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদ্লু কবির সেলিম ও লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু।
চেয়ারম্যান পদে যাদের মনোনয়ন বৈধ রয়েছেন তারা হলেন যথাক্রমে: লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আবদুল মাবুদ।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন তারা হলেন যথাক্রমে: এমএস মামুন, হুমায়ন কবির, মোঃ ফরহাদুল ইসলাম ও মো. জমিল উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে - শাহিন আকতার সানা ও কলাউজান ইউপির সাবেক মহিলা মেম্বার জেসমিন আকতার।
সহকারী রিাটর্ণিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ ইনামুল হাছান বলেন, মনোনয়ন জমাদানের শেষ দিনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১২ মে প্রার্থীদের যাচাই-বাচাই। আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।