চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৬ জোয়াড়ী, মাদক কারবারী ও বিভিন্ন মামলার ওয়ান্টেসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গত ২৮ আগস্ট ভোর রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা জোয়াড়ীরা হলেন যথাক্রমে- লোহাগাড়ার পুটিবিলা তাঁতী পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. এরশাদ (৩০), আবুল বশরের ছেলে মো. রাশেদ (২৪), আবদুল মতলবের ছেলে মো. ইদ্রিস (৩৫), শামশুল ইসলামের ছেলে আবদুস সাত্তার (৩৭), একই ইউনিয়নের নতুন পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে ফরিদুল আলম (৩২) ও পুটিবিলা আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত আবদুল মালেকের ছেলে মো. বেলাল উদ্দিন (২৪)।
ওয়ারেন্টভুক্ত পালাতকআসামী যথাক্রমে- ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী লোহাগাড়ার চরম্বা তেলিবিলা খালেকের দোকান এলাকার ছিদ্দিক সওদাগরের ছেলে মো. রিফাত হোসেন (২৮), লোহাগাড়া সওদাগর পাড়া এলাকার আবদুল কুদ্দুস মিয়ার ছেলে ইয়াছিন আরফাত (২২), পাড়া বড় পুকুর পাড় এলাকার মো. শাহ জাহানের ছেলে মো. জিহান (২০), পদুয়া এলাকার আবদুল হাকিমের ছেলে নুরুল আলম (৪০), দক্ষিণ লোহাগাড়া হাজির পাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. মোরশেদ (৪৩), চুনতি পারঙ্গা এলাকার রেজাউল করিমের ছেলে ইমাম হোসেন (১৪), পদুয়া এলাকার মৃত আমির হামজার ছেলে নুরুল হক (৪৭), নিয়মিত মামলায় মো. ফয়সাল (২৭), ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ নারায়নগঞ্জ মাতব্বর বাড়ী জিন্নাত আলীর ছেলে নজরুল ইসলাম স্বপন (৩৫)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানে পুলিশের পৃথক পৃথক টিম অভিযান চালিয়ে স্থানীয় ৬ জোয়াড়ীসহ ১৫ আসামীকে গ্রেপ্তার করা হয়। ইয়াবাসহ গ্রেপ্তার যুবককের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।