আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। সোমবার রাতে লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমূখী যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করেন পুলিশ।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী পেয়াজ্জা কাটা এলাকার মোহাম্মদ নুরুর ছেলে মো. নুর ইসলাম (৩২) ও ভোলা সদর পরসা ইউপি ৬নং ওয়ার্ড জুগিরকুল এলাকার মৃত মো. দুলাল এর ছেলে মো. রুবেল (২০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২ জন মাদক পাচারকারীকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।