আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

লোহাগাড়ায় সেবাখোলা রক্ষা ও অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : শনিবার ২৯ জুলাই ২০২৩ ০৮:৩৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় সেবাখোলা রক্ষা ও অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ বড়হাতিয়ায় মধ্য চাকফিরানী রুদ্র পাড়া সেবাখোলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানবন্ধন কর্মসূচি পালন করেছেন। 

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু শুকলাল শীল, লোহাগাড়া উপজেলা গীতা শিক্ষা কমিটির সভাপতি সুকুমকর নাথ, সাধারণ সম্পাদক খোকন সুশীল, সেবাখোলা পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার রুদ্র, সাধারণ সম্পাদক শিবানন্দ রুদ্র, স্বপন রুদ্র, ডাঃ সুমন, মিহির, ডাঃ রাজিব রুদ্র, দীপক ও শিবু রুদ্রসহ এলাকার অনেক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, বেসরকারি কেজি স্কুলের নামে একটি মহল হিন্দু সম্প্রদায়ের সেবাখোলা দখলের চেষ্টা করে আসছে। এ সেবাখোলা নিয়ে চলে আসছে দীর্ঘদিন থেকে বিরোধ। উক্ত সেবাখোলা ১নম্বর খাস খতিয়ানভূক্ত। আরএস এবং বিএস খতিয়ানে সেবাখোলা লিপিবদ্ধ আছে। জায়গার পরিমাণ ৩১ শতক। উক্ত সেবাখোলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। সেবাখোলার পবিত্রতা রক্ষার্থে গত ২৫ এপ্রিল পাকাখুঁটি নির্মাণ ও জাল  দ্বারা সীমানা ঘেরাও করা হয়। দুঃখের বিষয় স্থানীয় কিছু লোক ২৭ এপ্রিল সকালবেলা সীমানার ঘেরাও ভাঙচুর করে ও জাল ছিড়ে ফেলে। এ ব্্যাপারে গত ২৮ এপ্রিল সেবাখোলা পরিচালনা কমিটির সভাপতি লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং-১৩২৩) করেন।

 

সম্প্রতি এ ব্যাপারে লোহাগাড়া থানার তৎকালীন ওসি, একজন উপ-পরিদর্শক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান, স্থানীয় মেম্বার ও এলাকার উভপক্ষের গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিরোধ মীমাংসার এক বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মতে সেবাখোলা পরিচালনা কমিটির পক্ষ হতে সেবাখোলার সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন গত ২৬ জুলাই নির্মাণ কাজে বাধা এবং ভয়-ভীতি ও হুমকি-ধমকি দেয়। এ ব্যাপারে সেবাখোলা পরিচালনা কমিটির পক্ষ থেকে গত ২৮ জুলাই লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এলাকার জনৈক মোঃ নাছির উদ্দিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে বক্তারা সেবাখোলা রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।