আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় দলের সিদ্ধান্ত অমান্য করায় নৌকার বিদ্রোহী ৪ প্রার্থীকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ০২:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৪ প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

 

বুধবার (৮ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফরের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণ মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 

বহিস্কাকৃতরা হলেন, পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি আক্তার কামাল পারভেজ, চরম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রলীগ নেতা মো. এয়াছিন ও চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বন্ত্র চেয়ারম্যান প্রার্থী লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. আনিছ উল্লাহ্।