আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : বুধবার ১৬ অগাস্ট ২০২৩ ০৮:২০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এ অংশগ্রহন করেছে বৃক্সরোপণ কর্মসুচির উদ্বোধন করেন মাদ্রাসার গবর্ণিং বডির সদস্য ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন।

গতকাল ১৬ আগস্ট সকালে আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে সফেদা (আলীগোট) গাছের চারা রোপণের মাধ্যমে তিনি মাদরাসা বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে আয়োজক ও ব্যবস্থাপক হিসেবে অংশগ্রহণ করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মুহাম্মদ খালেদ জমীল। তিনি বলেন, মাদ্রাসায় জাতীয় শোক দিবস তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর অন্যতম কর্মসূচি ছিল বৃক্ষরোপণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষরোপণের প্রতি সব সময় গুরুত্ব দিতেন। বৃক্ষরোপণ একটি বােড় সওয়াবের কাজ। বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় জাতীয় শোক দিবসের সকালে তথা বাদে ফজর বিশেষ দাওয়াত ও মুনাজাতের আয়োজন করা হয়। ১৬ আগস্ট তাঁর ঈসালে সাওয়াব ও মাগফেরাত কামনায় মাদরাসার গভর্ণিং বডির সদস্য ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণির সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।এ মাস ব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

বৃক্ষরোপণ শেষে মোনাজাত পরিচালনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি। মাদরাসার কামিল প্রথম পর্বের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়ন করা হয়।