লোহাগাড়ার ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোরগ মার্কার মেম্বার প্রার্থী শহীদুল ইসলামের অনুসারীরা বল মার্কার জিয়াবুল হোসেনের অনুসারীদের ওপর হামলা চালায়।
এসময় জিয়াবুল হোসেনের ভাই আখতার কামালকে বেধড়ক মারধর করা হয়।
ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুসলেম উদ্দিন বলেন, হঠাৎ করে কিছু উচ্ছৃঙ্খল ছেলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আপাতত ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ রয়েছে।
থানার এসআই কামরুজ্জামান বলেন, ওই কেন্দ্রে ঝামেলা হয়েছে। এ সময় একজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।