আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

রিয়াদে তর্কাতর্কির জের ধরে এক বাংলাদেশি যুবক নিহত

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১০:২৭:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদ নগরীর একটি কাঁচাবাজারে কথা-কাটাকাটি জের ধরে আবদুল আউয়াল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

 

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী বিকালে রিয়াদ নগরীর একটি কাঁচাবাজারে দুই বাংলাদেশির মধ্যে হঠাৎ কথা-কাটাকাটি হয। এক পর্যায়ে কুমিল্লার বিল্লাল হোসেন ও  কিশোরগঞ্জের আবদুল আউয়াল ওরফে কাঞ্চনের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই কাঞ্চন লুটিয়ে পড়ে। অনেকক্ষণ পড়ে থাকার পর দেশটির পুলিশ এসে আংশকা জনক অবস্থার  আবদুল আউয়াল (৩৫) হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেমিট্যান্স যোদ্ধা মৃত্যু হয়। 

 

ঘটনার পরপরই ঘাতক বিল্লাল পালাতক।

 

আবদুল আউয়ালের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার দৌলতপুর হিলচিয়া নিকলির আসলাম আলি পুত্র। 

 বর্তমানে লাশ দেশটির স্হানীয় একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছেন