আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রামু কচ্ছপিয়ার তুলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক,থানায় মামলা

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জুলাই ২০২৩ ০৯:৪৪:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড়ের  তুলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ। বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতদের নাম হলো,সাহাবুদ্দিন (৩০)। সে পশ্চিম ফাক্রিকাটা আবু তালেবের ছেলে। আটক অপর আসামী আবদুর রহিম ( ৩৫)।  সেও পশ্চিম  ফাক্রিকাটার গোলাম শরীফের ছেলে। তৃতীয় আসামী পলাতক। তার নাম পাওয়া যায়নি।  

সূত্র জানায়,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানার নেতত্বে পুলিশ দল 

অভিযানে নামে বুধবার রাত ১১ টার দিকে। এক পর্যায়ে তারা সন্ধান পান ৫ হাজার পিস ইয়াবা সহ ৩ আসামীর। এদের মধ্যে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করতে সম্ভব হলেও অন্ধকার ও জঙ্গলাকীর্ণ পথ দিয়ে তৃতীয় জন দ্রুত পালিয়ে যায়। অভিযানে 

অংশ নেন,এস আই শরীফুল ইসলাম,

এসআই দুলাল বড়ুয়াসহ পুলিশ দল।

রামু থানার অফিসার ইনচার্জ আনোরুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি  চোরাচালান,ইয়াবাসহ যাবতীয় মাদক ও অপরাপর অপরাধ দমনে সচেষ্ট রয়েছে

রামু থানা পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার রাতের এ অভিযান। ঘটনায় রামু থানায় মামলা দায়ের হয়েছে। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত আছে-থাকবে।