আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লীগের উদ্বোধন

ইসমাঈল হোসেন,রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৪ জানুয়ারী ২০২২ ০৭:০৪:০০ অপরাহ্ন | খেলাধুলা

রাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লীগের (এমপিএল) শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি)  বিকেলে আমরা গ্রামবাসী কল্যান সমিতির সার্বিক সহযোগিতায় উপজেলার খিলমোঘল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টর ষষ্ঠ আসরের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন আমরা গ্রামবাসী কল্যান সমিতির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম। বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আমরা গ্রামবাসী কল্যান সমিতির উপদেষ্টা মন্ডলীর ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ, সহ অর্থ সম্পাদক মো. মঞ্জু, এমপিএল পরিচালনা কমিটির উপদেষ্টা মো. রুবেল প্রমুখ। 

এদিন উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টিম সিক্সার্স ও টিম জায়ান্টস। প্রথম ট্রসে জিতে ব্যাটিং-এ নেমে টিম জায়ান্টস নির্ধারিত ১০ ওভারের আগে সব উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে। পরে ৬২ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে ৫ ওভার শেষে দুই উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে টিম সিক্সার্স। ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হয় টিম সিক্সার্সের সোহেল রানা। খেলা পরিচালনা করেন সুলতান মাহমুদ টিপু ও মো. শাহজাহান।