আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান, জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ ১২:৫১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায়  মাছ বাজারে ফরমালিন বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জুলাই) বিকালে উপজেলার রোয়াজারহাট বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে জড়িত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) পীযুষ  প্রভাকরসহ থানার পুলিশ সদস্যবৃন্দ।

 

মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি ওবাইদুল হক জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে রোয়াজারহাট মাছ বাজার ও বিভিন্ন জালের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে জরিমানা আদায় করেন ইউএনও আতাউল গনি ওসমানী। জব্দকৃত মাছ মোহাম্মদপুর এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে। তবে জালের দোকানে কোন নিষিদ্ধ জাল পাওয়া যায়নি। 

এছাড়া এদিন মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় করা হয়।