আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মৎস্য বিভাগের উদ্যোগে স্টেকহোল্ডার ক্যাম্পেইন কর্মশালা

রাজস্থলী প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৩ মে ২০২৪ ০৮:১৮:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়  রাজস্থলী উপজেলা পর্যায়ে সোমবার (১৩ মে  )  সকাল ১১ টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের নিয়ে ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

এতে  মৎস্য অধিদপ্তর এর সাথে সম্পৃক্ত ৩০ জন  সুফলভোগী অংশ নেন। এছাড়া ২ জন রিসোর্স পারসন কর্মশালায় অংশ নেন। 

 

রাঙামাটি  জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন । 

এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য   হলো স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারন করা। সভায় গেষ্ট অপ অনার  জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরের এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। 

এতে সভাপতিত্ব করেন রাজস্থলী  উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। 

রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত ইসলাম  এর সঞ্চালনায় এসময়  কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, কাপ্তাই উপজেলা সিনিয়র আরিফুর রহমান, প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,   রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস,  গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান প্রতিনিধি  নুরুল আলম মেম্বার  সহ জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তি এবং  সংশ্লিষ্টরা  উপস্থিত ছিলেন।

 

কর্মশালার শুরুতে বিষয়ের উপর একটি তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম।

ছবি ক্যাপসন, রাজস্থলীতে মৎস্য বিভাগের উদ্যােগে দিন ব্যাপী কর্মশালায় অতিথি বৃন্দ।