আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ০৯:০১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে বিএনপি নেতা কবির আহম্মদ সওদাগর (৭০) কে হত্যার ঘটনায় এজহারনামীয় দুই আসামীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বারইয়ারহাট পৌর এলাকা থেকে মো. নাসির উদ্দিন (৩৮) ও মোস্তাফিজুর রহমান সোহেল (৩২) কে গ্রেপ্তার করা হয়। 

এর আগে বৃহস্পতিবার রাতে কবির আহম্মদের ছেলে দিদারুল আলম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় মামলা (নং-৭) দায়ের করেন। গ্রেপ্তারকৃত মো. নাসির উদ্দিন এজহারনামীয় ১নং ও মোস্তাফিজুর রহমান সোহেল এজহারনামীয় ৪নং আসামী হন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটে কবির আহম্মদের মালিকানাধীন দোকান ভাড়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন ও কামাল উদ্দিনের সাথে কবির আহম্মদের পূর্ব থেকে দ্বন্ধ ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যা ৭-৮ জনের একটি স্বশস্ত্র গ্রুপ কবির আহম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এঘটনায় তিনি ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার রাতে কবির আহম্মদের ছেলে দিদারুল আলম বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এজহারনামীয় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার আদালতে ও লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।