আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্রদের বিজয় মিছিল

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ অগাস্ট ২০২৪ ০৭:৩৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ জনতা। সোমবার বিকেলে ও মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলা চত্ত¡র ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীদের মিষ্টি বিলিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায়। মঙ্গলবার সকালে মিরসরাই থানায় গিয়ে পুলিশের খোঁজ খবর নেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহŸায়ক শাহীদুল ইসলাম চৌধুরী সহ নেতাকর্মীরা। 

মঙ্গলবার সকালে মিরসরাইয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে বিজয় উল্লাস করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাত্রদের সাথে সংহতি জানাতে আসেন। এসময় ছাত্রদের উদ্দেশ্য করে বক্তব্য দিতে গেলে ছাত্ররা ভুয়া ভুয়া ¯েøাগান দিতে থাকে। ছাত্রদের তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তারা। এরপর তারা দ্রæত সেখান থেকে স্থান ত্যাগ করেন। 

এদিকে সোমবার বিকেলে ও মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলা সদর ও বারইয়ারহাট পৌরসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল দু’টি গ্রæপে বিভক্ত হয়ে আনন্দ মিছিল করেছে। অনেকদিন পর প্রকাশ্যে মিরসরাই সদর ও বারইয়ারহাট পৌরসভায় মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই শাখার নেতাকর্মীরাও। 

বিএনপি’র একটি অংশে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহŸায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, মিরসরাই পৌর বিএনপির আহŸায়ক মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। বিএনপির অপর অংশে মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহŸায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসেন। জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিন সিকদার, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যান ফেডারেশন নেতা আবু বকর, ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলা উত্তরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান এবং মিরসরাই উত্তর সভাপতি ইমাম হোসেনসহ বিভিন্ন দায়িত্বশীলনেতৃবৃন্দ।