আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে দুর্গাপূজায় দুঃস্থ হিন্দু পরিবারের মাঝে বিএনপি নেতাদের উপহার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : বুধবার ৯ অক্টোবর ২০২৪ ০৯:৫৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হিন্দু ধর্মাবলম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় দুঃস্থ হিন্দু পরিবারকে উপহার সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতারা। বুধবার (৯ অক্টোবর) মিরসরাই কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে পৌর এলাকার দেড় শতাধিক পরিবারকে শাড়ি-লুঙ্গী উপহার দেন তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা আপনাদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আপনাদের পাসপোর্ট আর আমাদের পাসপোর্ট একই। আমাদের রক্ত আপনাদের রক্তের রঙ একই। আমাদের আপনাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশী।’

বিশেষ অতিথির বক্তব্যে, উত্তরজেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব পালন করুন। জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। আগামীতেও থাকবে।’

উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মূলত এ উৎসব আজকে থেকে নয়, এটি শুরু হয়েছে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে। দেশের মানুষ বিগত ১৭ বছর স্বাধীনভাবে কোন উৎসব করতে পারেনি। চরম জিম্মি দশার মধ্যে কেটেছে এদেশের মানুষের জীবন।’

মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কর্তৃপক্ষের সার্বিক ত্বত্তাবধানে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক জহল্লাল অভির সঞ্চালনায় ও সভাপতি সুদর্শন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে কেন্দ্র করে মিরসরাই বিএনপি গত কয়েকদিন ধরে এখানকার ৯০টি মন্ডপে জাতীয়তাবাদী দলের পক্ষে পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটি করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।