আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক নয়, সুশীল সমাজ গড়তে খেলাধূলার ভ‚মিকা অপরিসীম’ প্রতিপাদ্যে মিরসরাইয়ে ‘ভূঁইয়াপাড়া ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার মধ্যম মায়ানী ভুঁইয়াপাড়া এলাকার ‘ভূঁইয়াপাড়া  স্পোর্টিং ক্লাব’র আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে টুর্নামেন্টে অংশ নেয় ১৬টি দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বড়তাকিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ-২১ ব্যাচ।

শুক্রবার বিকেলে খেলা উদ্বোধন করেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের অর্থ সম্পাদক ও আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুল।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া, আজিজ আজহার, সাদমান রহমান সময়, শাফায়াত মেহেদী, মেহেরাজ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজাদ রুবেল, মিঠুন শর্মা, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুচ্ছাপা নয়ন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিফাত।