রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের মাত্রা যখন কমে আসে তখন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে প্রবেশ করে৷
মরদেহ নেওয়ার জন্য সাদা ব্যাগ বগির ভেতরে নেওয়া হয়েছে।
মরদেহ বের করার জন্য ফায়ার সার্ভিস উদ্ধার দল কাজ করছে।
এদিকে উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা র্যাব, বিজিবি সদস্য, আনসার সদস্যরা তাদের সরানোর চেষ্টা করছেন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনাটি দুর্বৃত্তদের দেওয়া বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ট্রেনের পাঁচটি বগিতে লাগা আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ট্রেনের ইঞ্জিন রুমের ভেতর থেকে বের হওয়া স্বেচ্ছাসেবী মো. রাসেল বলেন, ভেতরে প্রচন্ড ধোয়া রয়েছে। আমরা দুইজন বগির ভেতরে ঢুকে আগুন নেভাতে চেষ্টা করি। আগুন নেই তবে প্রচন্ড ধোয়া রয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ৯টা পাঁচ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদের পর ধাপে ধাপে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
এদিকে, হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের একটি জ্বলন্ত বগির জানালায় একজন নিথর হয়ে পড়ে আছেন।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে ঢোকার সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেসের পাঁচটি বগি একেবারে পুড়ে গেছে। ভেতরে কী ঘটেছে বলা যাচ্ছে না। আমরা আগুন নির্বাপণের কাজ করছি।