বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণ জেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনিত হলেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা এলাকার বাসিন্দা মনির উদ্দিন খান। গত ২৫ অক্টোবর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান ও সাধারণ সম্পাদকলায়ন শেখ আজগর নক্ষত্র যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করেন। ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. মনিরুল হককে সভাপতি ও সুরেশ দাশকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
মনির উদ্দিন খান ছাত্রলীগ থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। রাজনৈতিক ভাবে আওয়ামী পরিবারের সন্তান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আওয়ামী পরিবারে জন্ম হয়েছি, রাজনীতির সাথেও জড়িয়ে পড়ি। আজীবন এই ধারায় থাকতে চাই।