ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূজপুর শাখার উদ্যোগে গরীব অসহায় অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ভূজপু ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে অসহায়দের মাঝে শীতবস্ত্র তুলে দেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। সংগঠনের ভূজপুর শাখার সভাপতি হাফেজ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইন্জিনিয়ার মুহাম্মদ রফিক।
বাংলাদেশ মুজাহিদ কমিটির উত্তর জেলা নেতা মাওলানা হাবিবুল্লাহ দিদুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভূজপুর ইউপি চেয়ারম্যান এইচ এম শাহজাহান চৌধুরী শিপন, মাওলানা খালেদ সুলাতনী, কাজি সালেহ আহমদ, মাওলানা মহিবুল্লাহ আমিনী, মাও. অলি উল্লাহ, মাও. এম নিজাম উদ্দিন, সাং. এম আজগর সালেহী, মাও. ইলিয়াস মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন মাও. মহিউদ্দিন, মুহাম্মদ জয়নাল আবেদিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠান শেষে ১০০জন হতদরিদ্র, অসচ্ছল ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।